ডান্ডাবেড়ি-হাতকড়ার বিষয়ে নীতিমালা কেন নয়: হাইকোর্ট

গ্রেপ্তারকৃত আসামিদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

গ্রেপ্তারকৃত আসামিদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামালের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে জানাজায় অংশ নেওয়ার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজম ও শরীয়তপুরের ছাত্রদল নেতা সেলিম রেজাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

এর পাশাপাশি জানাজা নামাজের সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর কারণে মানসিক ও শারীরিকভাবে হয়রানির শিকার আলী আজম ও সেলিম রেজাকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, কালিয়াকৈর থানার ওসি এবং শরিয়তপুরের পালং থানার ওসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৪ জানুয়ারি হাইকোর্টে করা এ সংক্রান্ত রিট আবেদনে কায়সার কামাল বলেন, বিএনপি নেতা আলী আজম ও সেলিম রেজাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা এবং জনগণকে আতঙ্কিত করার জন্য সরকার তাদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়েছে, যা অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

 

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago