শ্যামপুরে শিশু হত্যার দায়ে ২ আসামির আমৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকার শ্যামপুরে ২০১৬ সালের সেপ্টেম্বরে এক নাবালককে হত্যার দায়ে এক আসামির আমৃত্যু কারাদণ্ড এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

ঢাকার শ্যামপুরে ২০১৬ সালের সেপ্টেম্বরে এক নাবালককে হত্যার দায়ে এক আসামির আমৃত্যু কারাদণ্ড এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪-এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামিদের অনুপস্থিতিতে মোহাম্মদ হানিফকে আমৃত্যু কারাদণ্ড ও জাহিদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এ ছাড়া, হানিফকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড এবং জাহিদকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের সাজা দেন আদালত।

হানিফ ও জাহিদ ২ জনই পলাতক রয়েছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর শ্যামপুর এলাকায় উজালা ম্যাচ ফ্যাক্টরির সামনে হত্যা করা হয় ৭ বছর বয়সী আবদুল্লাহকে।

এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এরশাদ হোসেন হানিফ ও জাহিদকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় চার্জশিট দাখিল করেন।

ওই বছরের ১১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন।

Comments