রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি করে হত্যা: ভবন মালিক-ছেলে রিমান্ডে
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হয়ে রেস্তোরাঁর মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) নিহতের ঘটনায় ভবন মালিক ও তার ছেলেকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম পুলিশের করা ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ গত সোমবার বিকেলে ৩ দিনের রিমান্ড আবেদন করে ২ আসামিকে আদালতে পাঠায়৷ আজ শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় অবস্থিত 'সুলতান ভাই কাচ্চি' নামে রেস্তোরাঁর সামনে গুলি ছোড়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেস্তোঁরার কর্মকর্তা-কর্মচারীরা জানান, রেস্তোরাঁর সামনে সড়কের ফুটপাতের ওপর তর্কাতর্কির এক পর্যায়ে গুলি চালান আজহার তালুকদার। গুলি লাগে রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার ইয়াসির রহমান কাজলের শরীরে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা যান।
এই ঘটনায় সোমবার সকালে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলী বাদী হয়ে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আজহার তালুকদার ও তার ছেলেকে গ্রেপ্তার দেখায়। এর আগে রোববার রাতেই দু'জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
'আজহার তালুকদারের নামে একটি পিস্তল ও একটি বন্দুকের লাইসেন্স রয়েছে। তদন্তের স্বার্থে দুটি আগ্নেয়াস্ত্রই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।'
Comments