ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামী মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নিউকলোনী এলাকায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে মো. সুমন শেখ তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মরদেহের গলায় বেঁধে ঝুলিয়ে রাখে পালিয়ে যান।

ওই ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম ফরিদপুর কোতোয়ালী থানায় সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের সহকারী কৌঁসুলি নবাব আলী মৃধা জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

19h ago