ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, দাবি র্যাবের
ঢাকার আদাবর এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম দ্য ডেইলি স্টারকে জানান, আদাবর এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি মাদক চোরাকারবার করতেন।
তিনি বলেন, টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় এনে নিজের ভাড়াকৃত ফ্ল্যাটে রেখে বিক্রি করছেন—এমন খবর পেয়ে র্যাব ফ্ল্যাটটিতে অভিযান চালায়। এ সময় তার বাসায় বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জারা জানিয়েছেন, তিনি ও তার পরিবার ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারের ডিলার হিসেবেও কাজ করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Comments