উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে আরসার গোলাগুলি

সোমবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে।
coxsbazar
কক্সবাজারের ম্যাপ | স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এই ঘটনা ঘটে।

এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর  ল অ্যান্ড মিডিয়া উইংয়ের কর্মকর্তা অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ আবু সালাম চৌধুরী।

ক্ষুদেবার্তায় তিনি জানান, আরসা গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের অভিযান পরিচালনার সময় এই গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago