বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমার প্রদর্শনী বিষয়ে রায় কাল

হলি আর্টিজান হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদ রুল আবেদন করেন
হাইকোর্ট
ফাইল ছবি

বাংলাদেশের কোনো সিনেমা হল ও অনলাইন প্লাটফর্মে ভারতীয় চলচ্চিত্র 'ফারাজ' এর প্রদর্শনী ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার আদেশ দেবেন হাইকোর্ট।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদের করা রিট আবেদনের শুনানির সময় বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের দিন ধার্য করেন।

আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ভারতীয় চলচ্চিত্র 'ফারাজে' অবিন্তার পোশাক এমনভাবে দেখানো হয়েছে যে, কোনো সভ্য সমাজে কোনো শিক্ষিত পরিবার এমন পোশাক পরিধান করে না।

তিনি বলেন, সিনেমায় মেয়েটির চরিত্রের অবমাননা করা হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রুবা আহমেদ রিট আবেদনে চলচ্চিত্রটির প্রদর্শন ও সম্প্রচার বন্ধে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago