আখাউড়ায় মাদ্রাসা শিক্ষকের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা চালিয়ে জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

আহতের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার রাতে বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি গ্রামে ওয়াজ মাহফিল থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে আজমপুর রেলস্টেশনের কাছে ৭/৮ জন গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের হামলায় ওবায়দুল্লাহ (৩৪) নামের আরেকজনও আহত হন।

পরিবারের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা হয়ে থাকতে পারে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনা জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

Comments

The Daily Star  | English

Iran's underground Natanz site hit during Israel strikes: UN nuclear watchdog

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

10h ago