খিলগাঁও থানার সাবেক ওসির ৩ বছরের কারাদণ্ড বহাল

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল কাদেরকে নির্যাতনের অভিযোগে খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
আদালতের রায় পৌঁছানোর ৩ মাসের মধ্যে হেলাল উদ্দিনকে মামলা সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালতের রায় পাওয়ার পর ৩ মাসের মধ্যে যদি হেলাল উদ্দিন নিম্ন আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।'
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হেলাল উদ্দিনের করা রিভিশন আবেদন খারিজ করে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
যোগাযোগ করা হলে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদের হাইকোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক।
Comments