বান্দরবানে ‘জামায়াতুল আনসারে’র ৯ সদস্য গ্রেপ্তার

বান্দরবান থেকে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সম্প্রতি জঙ্গিদের কাছ থেকে উদ্ধার কথা ভিডিওতে অস্ত্র হাতে দিদার হোসেন ওরফে চম্পাই। ছবি: সংগৃহীত

বান্দরবান থেকে জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই।

তিনি জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'কেএনএফ'র ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বান্দরবানের টনকাবর্তী এলাকায় অভিযান চালিয়ে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Comments