তারেক রহমানের এপিএস অপুর জামিন আপিল বিভাগে স্থগিত

অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিঞা নূরউদ্দিন আহমেদ অপুর জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিঞা নূরউদ্দিন আহমেদ অপুর জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন পূর্ণ বেঞ্চ এই আদেশ দেন।

গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ অপুরে জামিন দিয়েছিলেন। সেই আদেশ চ্যালেঞ্চ করে রাষ্ট্রপক্ষ আপিল করে।

মামলার নথি অনুযায়ী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।

অভিযানের এক দিন পরে র‌্যাব মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। ২০১৯ সালের ৫ জানুয়ারি ওই মামলায় অপুকে গ্রেপ্তার দেখানো হয়।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন।

Comments