উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
শনিবার সন্ধ্যা ৭টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।
স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এ সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার মাহবুবের বুক লক্ষ্য করে ২টি গুলি ছোড়ে। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। মাহবুবকে উদ্ধার করে বালুখালী ১২ নম্বর ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, মাহবুব রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে কাজ করতেন। তিনি স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেন। ধারণা করা হচ্ছে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
Comments