জালিয়াতি মামলা

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ভোরের পাতা পত্রিকার সম্পাদক এরতেজা হাসান গ্রেপ্তার
ড. কাজী এরতেজা হাসান। ছবি: সংগৃহীত

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অপর ৩ আসামি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এবং এরতেজার ২ সহযোগী রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

পিবিআইয়ের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এই অভিযোগপত্র জমা দেন বলে আজ শুক্রবার আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

এফবিসিসিআই পরিচালক কাজী এরতেজা, নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও প্রাসাদ নির্মাণ লিমিডেটের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ এবং অপর ২ আসামিকে আগে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জামিনে আছেন।

সিএমএম আদালতের এক কর্মকর্তা জানান, মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আগামী ২৯ মার্চ আদালতে এই অভিযোগপত্র পেশ করা হবে।

২০২২ সালের ১০ জানুয়ারি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই একই প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূইয়া এই ৪ জনসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে রাজধানীর খিলক্ষেত থানায় এই মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

4h ago