পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা, রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পুর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের চার সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এ অভিযোগপত্র অনুমোদন করা হয়।
অভিযোগপত্রে নাম আসা শেখ হাসিনার পরিবারের অন্য চার সদস্য হলেন—শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তী।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এই মামলায় শেখ হাসিনার পরিবার ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র দিয়েছে দুদক।
Comments