ফরিদপুরে আ. লীগ নেতার গ্যারেজ থেকে ৪ চোরাই মোটরসাইকেল জব্দ

ফরিদপুরের বোয়ালমারীতে এক আওয়ামী লীগ নেতার গ্যারেজ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে এক আওয়ামী লীগ নেতার গ্যারেজ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে হারানো একটি মোটরসাইকেল খোঁজার সূত্র ধরে বোয়ালমারী উপজেলার ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজ থেকে গতকাল শনিবার চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

গ্যারেজটির মালিক মফিজ মোল্লা উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে এক ব্যক্তির একটি মোটরসাইকেল হারিয়ে যায়। ওই ব্যক্তি জানতে পারেন তার মোটরসাইকেলটি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের একটি গ্যারেজে রয়েছে। পরে তিনি বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তির মোটরসাইকেলসহ চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীকুল মীরদাহ বলেন, ওই নেতার বিরুদ্ধে এর আগেও এই অভিযোগ ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা আরও পাঁচটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

8m ago