নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল।

মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকায় অবস্থিত রাজশাহী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ করেন আসামিরা। তাকে সিংড়ার পেট্রোবাংলা ও পরবর্তীতে কলম গ্রামে নিয়ে গিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরদিন ওই ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের হয়।

Comments