শাহ আমানত বিমানবন্দরে ২৪ সোনার বারসহ আটক ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।      

এ সময় আতিক উল্লাহ নামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২২ ফ্লাইটে আসা যাত্রী আতিক উল্লাহর শরীর ও ব্যাগ থেকে লুকানো অবস্থায় ২৪টি সোনার বার ও ১০০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা সোনা নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
NSC shop rent scam in Dhaka stadiums

Shop rent Tk 3 lakh, but govt gets just Tk 22,000

A probe has found massive irregularities in the rental of shops at nine markets of the National Sports Council (NSC), including a case where the government receives as little as Tk 22,000 in monthly rent while as much as Tk 3 lakh is being collected from the tenant. 

20h ago