ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক মামলায়ও শামসুজ্জামান শামসের জামিন

শামসুজ্জামান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস।

আজ রোববার শামস তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ এপ্রিল একই আইনে রমনা থানায় দায়ের করা আরেকটি মামলায় ঢাকার আরেকটি আদালত থেকে জামিন পান শামস।

গত ২৯ মার্চ ভোররাত ৪টায় শামসকে সাভারে তার বাসা থেকে সাদা পোশাকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তেজগাঁও থানায় এক যুবলীগ নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ২ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। তবে তাকে গ্রেপ্তার দেখানো হয় আটকের প্রায় ২০ ঘণ্টা পরে দায়ের হওয়া রমনা থানার মামলায়।

রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর ৩০ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান।

মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

পরবর্তীতে এই মামলায় মতিউর রহমান ৬ মাসের আগাম জামিন পান এবং শামসুজ্জামান শামসকেও জামিন দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago