ভুয়া আইডি খুলে প্রতারণা, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা এবং পরবর্তীতে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার খুশি (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওনকে (২৮) গ্রেপ্তার করা হয়। চক্রের আরেক সদস্য তন্নি পলাতক আছে।
ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে 'প্রেমের ফাঁদে' ফেলে প্রতারণা করে আসছিল চক্রটি। মিরপুরে একটি বাসায় এই চক্রের বাকি ৩ জন থাকে। ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে টাকা আদায় করা হতো।
এই পদ্ধতিতে হানিফ নামে একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে অভিযানে নামে।
গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Comments