মাদক মামলায় কারাগারে নাফিজ আলম

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে হাজির করা হলে নাফিজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
নাফিজ মোহাম্মদ আলম
নাফিজ মোহাম্মদ আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় হওয়া মাদকের মামলায় নাফিজ মোহাম্মদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে হাজির করা হলে নাফিজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আজ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাদকসহ কয়েকটি মামলার আসামি নাফিজ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ইতোমধ্যে তাকে একই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অপর এক মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকা মেট্রোপলিটান দায়রা জজের আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

সম্প্রতি ডয়েচে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

এসময় নাফিজের বাসা থেকে বিদেশি মদ এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয় বলে জানানো হয়।

২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

 

Comments