পুলিশের ঝুঁকি ভাতা বাড়ছে ২০ শতাংশ

পুলিশের ভাতা বৃদ্ধি

বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পর্যায় পর্যন্ত সদস্যদের মাসিক ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়।

গত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো ২০১৫ সালে নির্ধারিত পুলিশের বিদ্যমান ভাতা কাঠামো সংশোধন হতে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল বুধবার দ্য ডেইলি স্টারকে জানান, সংশোধিত কাঠামো অনুযায়ী, পাঁচ বছরের কম সময় ধরে চাকরিরত কনস্টেবলদের সর্বনিম্ন ঝুঁকি ভাতা হবে এক হাজার ৮০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির অভিজ্ঞতাসম্পন্ন এসআইদের সর্বোচ্চ ভাতা হবে ছয় হাজার ৪৮০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'ঝুঁকি ভাতায় এই সংশোধনের কারণে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে ১০০ কোটি টাকা।'

সিদ্ধান্ত অনুযায়ী, চাকরির মেয়াদের ভিত্তিতে ঝুঁকি ভাতা দেওয়া হবে।

কনস্টেবলদের জন্য মাসিক ঝুঁকি ভাতা হবে—পাঁচ বছর পর্যন্ত চাকরিজীবীদের এক হাজার ৮০০ টাকা, পাঁচ থেকে ১০ বছর হলে দুই হাজার ১৬০ টাকা, ১০ থেকে ১৫ বছর হলে দুই হাজার ৬৪০ টাকা, ১৫ থেকে ২০ বছর হলে তিন হাজার টাকা এবং ২০ বছরের বেশি হলে তিন হাজার ৬০০ টাকা।

নায়েকদের ক্ষেত্রে ঝুঁকি ভাতা হবে—পাঁচ বছর পর্যন্ত চাকরির জন্য দুই হাজার ৪০ টাকা, পাঁচ থেকে ১০ বছর হলে দুই হাজার ৪০০ টাকা, ১০ থেকে ১৫ বছর হলে দুই হাজার ৮৮০ টাকা, ১৫ থেকে ২০ বছর হলে তিন হাজার ৪৮০ টাকা এবং ২০ বছরের বেশি হলে চার হাজার ৮০ টাকা।

সহকারী উপপরিদর্শক (এএসআই, গ্রেড-১৪) পদের ঝুঁকি ভাতা হবে—পাঁচ বছরের মধ্যে দুই হাজার ১৬০ টাকা, পাঁচ থেকে ১০ বছর হলে দুই হাজার ৬৪০ টাকা, ১০ থেকে ১৫ বছর হলে তিন হাজার ২৪০ টাকা, ১৫ থেকে ২০ বছর হলে তিন হাজার ৮৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির জন্য চার হাজার ৫৬০ টাকা।

এসআই, সার্জেন্ট ও ট্রাফিক উপপরিদর্শক বা টিএসআই (গ্রেড-১০) পদের কর্মকর্তারা পাঁচ বছরের কম চাকরির জন্য মাসিক ঝুঁকি ভাতা পাবেন তিন হাজার ২৪০ টাকা, পাঁচ থেকে ১০ বছর হলে তিন হাজার ৮৪০ টাকা, ১০ থেকে ১৫ বছর হলে চার হাজার ৫৬০ টাকা, ১৫ থেকে ২০ বছর হলে পাঁচ হাজার ৪০০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ছয় হাজার ৪৮০ টাকা।

দ্য ডেইলি স্টারকে পুলিশ কর্মকর্তারা বলেন, এই ভাতা যদি মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হতো, তাহলে সবার জন্য ভালো হতো।

নয় বছর ধরে পুলিশে চাকরিরত রাজধানীর এক কনস্টেবল বলেন, 'এখন আমি এক হাজার ৮০০ টাকা ঝুঁকি ভাতা পাই। নতুন নিয়মে পাব দুই হাজার ১৬০ টাকা। মানে মাত্র ৩৬০ টাকা বেশি পাব।'

তবে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ করা কর্মকর্তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ঢাকায় কর্মরত এক এসআই জানান, তিনি বর্তমানে দুই হাজার ৭০০ টাকা ঝুঁকি ভাতা পান।

তিনি বলেন, 'নতুন ভাতা দেওয়া শুরু হলে আমি পাব তিন হাজার ৮৪০ টাকা। একবারে এক হাজার ৩৪০ টাকা বাড়বে।'

১৯ বছর ধরে কর্মরত এক এএসআই বলেন, 'আমি এখন তিন হাজার ২০০ টাকা ঝুঁকি ভাতা পাই। নতুন কাঠামো অনুযায়ী পাব তিন হাজার ৮৪০ টাকা।'

তিনি আরও বলেন, 'আর চার মাস পর আমার চাকরির বয়স ২০ বছর পূর্ণ হলে তখন আরও বাড়বে—চার হাজার ৫৬০ টাকা পাব।'

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago