২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফেনীর পরশুরামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত ইব্রাহিম ওরফে মুন্সি মিয়াকে (৫৯) গ্রেপ্তার করে পরশুরাম থানা পুলিশ।
মুন্সি মিয়া ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর কাউতলী গ্রামের আলী আহমেদের ছেলে।
পুলিশ জানায়, ১৯৯৭ সালের ২৩ জুন মুন্সি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় মুন্সি মিয়ার বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় হত্যা মামলা করেন আনোয়ারা বেগমের চাচা। মামলায় গ্রেপ্তারের পর কারাগারে গেলেও পরে উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান তিনি। তার অনুপস্থিতিতে ১৯৯৯ সালের ২ নভেম্বর ফেনী জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পলাতক আসামি মোহাম্মদ ইব্রাহিম ওরফে মুন্সি মিয়া গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে আত্মগোপন করতেন। আজ তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Comments