রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া ৫৫০০ কেজি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

চুরি হওয়া রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত প্রায় সাড়ে ৫ হাজার কেজি ওজনের সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব ২ জনকে গ্রেপ্তার করে।
গতকাল শনিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে বিপ্লব হোসেন (১৯) ও মেহেদী হাসান শান্তকে (২৩) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জাম এবং ৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত ১টি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।
গত ২৮ এপ্রিল এসব সরঞ্জাম চুরি হয়। এ বিষয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানির সাইট ইনচার্জ র্যাব-৬ খুলনার অধিনায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
Comments