কুমিল্লা

দুর্বৃত্তের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নিহত

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেন নিহত হয়েছেন।
নিহত মো. জামাল হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেন নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত জামাল তিতাসের জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা এবং তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

তবে, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামালকে কারা, কেন হত্যা করেছে এবং কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।

ওসি বলেন, 'এখ‌নো নিশ্চিত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।' 

স্থানীয়রা জানান, গৌরীপুর বাজারে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামালের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি মাথায় ও বু‌কে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Comments