রাষ্ট্রচিন্তার দিদারুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হাইকোর্টে স্থগিত

'রাষ্ট্রচিন্তা'র সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে দিদারুলের করা আপিল শুনানি করে এই আদেশ দেন।
দিদারুলের আইনজীবী হাসনাত কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, দিদারুলকে ২০২০ সালের ৫ মে ঢাকার বাড্ডা এলাকায় তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। তিনি এখন জামিনে আছেন।
'গুজব ছড়ানো এবং সরকারবিরোধী কার্যকলাপের' অভিযোগে ২০২০ সালের ৬ মে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলায় গত বছরের ২৭ ফেব্রুয়ারি দিদারুলসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালত অভিযোগ গঠন করেন।
Comments