ইট-সুরকির নিচে চাপা দেওয়া ছিল শিশুটির লাশ
অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে ১১ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা ও লাশ গুমের ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পশ্চিম মোহরায় নির্মানাধীণ একটি ভবন থেকে নিখোঁজের ৫ দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার মো. আজম খান (৩২) ও মো. মুজিব দৌলা হৃদয় (২৮) নামে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিহত শিশুটির নাম সাইফুল ইসলাম রহিম। সে পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন 'গত ২৯ এপ্রিল বিকেলে শিশুটিকে আতশবাজির লোভ দেখিয়ে কৌশলে একটি টিনশেড বাসায় নিয়ে যায় আজম। সেখানে শিশুটিকে আটকে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় আজম ও মুজিব। এ সময় শিশুটিকে নির্যাতনের এক পর্যায়ে তার সঙ্গে আজমের ধস্তাধস্তি হয়।'
ওসি আরও বলেন, 'এক পর্যায়ে শিশুটি তাদের চিনে ফেললে আজম কাঠের লাঠি দিয়ে শিশুটির মুখে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে নির্মাণাধীন ওই বাসার মেঝের নিচে ইট-সুরকি ও বালু দিয়ে লাশ চাপা দিয়ে পালিয়ে যায় তারা।'
ছেলের খোঁজ না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেন শিশুটির বাবা। তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আজম ও মুজিব শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন।
ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
Comments