সাভার

অস্ত্রের মুখে ৪ লাখ ৩৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে

সাভার ছাত্রলীগ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনুস আলী চুন্নু। ছবি: স্টার

সাভারে এক ব্যবসায়ীর স' মিলে হামলা ও অস্ত্রের মুখে ৪ লাখ ৩৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে পৌর ও সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ছাড়া, ব্যবসায়ী ও তার পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে আহত করার পর ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগও করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সাভারের গেন্ডা কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী ইউনুস আলী চুন্নু সাভার মডেল থানায় রাত সোয়া ১১টার দিকে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

ইউসুফ আলী চুন্নু দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান গত ১ মাস যাবৎ তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গতকাল সন্ধ্যায় ২০/২১ জন নিয়ে তিনি কারখানায় হামলা চালান।'

তিনি আরও বলেন, 'এক পর্যায়ে অস্ত্র ঠেকিয়ে প্রতিষ্ঠানের ক্যাশে ও সঙ্গে থাকা ৪ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। বাধা দেওয়ায় আমাকে ও আমার পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করে। মাসুম তার হাতে থাকা পিস্তল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করেন।'

চাঁদার বাকি টাকা দ্রুত দেওয়ার হুমকি দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন উল্লেখ করে তিনি জানান, পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনায় ইউসুফ আলী চুন্নু বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানকে এক নম্বর আসামি করে সদর ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান ও সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা কেউই কল রিসিভ করেননি।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জানা নেই। তবে এই ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago