প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ রোববার তিনি এই রিট করেন। জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে জানান, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বাতিল এবং প্রার্থিতা ফিরে পেতে তিনি আবেদন জানিয়েছেন।

গত ৪ মে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থিতা পুনর্বহালের আবেদন স্থগিত করেন এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। 'ঋণ খেলাপি'র কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের ও তার মা জায়েদা খাতুনের নামে মনোনয়নপত্র জমা দেন।

৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করলেও জায়েদার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

পরে নিজের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় ২০২১ সালের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের ৭ দিন পর তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করে সরকার।

গত জানুয়ারিতে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন জাহাঙ্গীর। ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল তাকে ক্ষমা করে।

Comments

The Daily Star  | English

Base broadband internet speed to double

The announcement comes under the purview of the "One Country, One Rate" policy introduced by the BTRC in June 2021.

Now