দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর

দুর্নীতির মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
dig mizan
বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। ফাইল ছবি

দুর্নীতির মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মিজানুর রহমানের পক্ষে করা জামিন আবেদন খারিজ করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এবং মিজানুরের আইনজীবী মাহবুব শফিক দ্য ডেইলি স্টারকে বলেন, এই মামলার বিচার প্রক্রিয়া শিগগির শেষ হবে বলে হাইকোর্ট জামিন আবেদন খারিজ করেছেন।

জ্ঞাত উৎসের বাইরে ৩ কোটি টাকা অর্জনের অভিযোগে মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুন দুদক ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করে।

Comments