চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ২

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০)।
পুলিশ জানিয়েছে, তাদের উরুতে ছুরিকাঘাত করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার দিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড় এলাকায় ২ পক্ষের মধ্যে ঝগড়ার পর এ ঘটনা ঘটে।'
তিনি আরও বলেন, 'তর্কাতর্কির একপর্যায়ে ২ জনকে ছুরিকাঘাত করলে আহত হন। পরে আরেক বন্ধু তাদের হাসপাতালে নিয়ে যায়। ঝগড়ার কারণ আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।'
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Comments