মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের বিচার চলবে: হাইকোর্ট

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী জানান, হাইকোর্টের আদেশে মামলার বিচারকাজ চালিয়ে যেতে বিচারিক আদালতের কোনো আইনি বাধা নেই।
বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নিম্ন আদালতে বিচার চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী দ্য ডেইলি স্টারকে জানান, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মামলার চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে বাবুল আক্তারের দায়ের করা রিভিশন পিটিশন খারিজ করে দিয়েছেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশে মামলার বিচারকাজ চালিয়ে যেতে বিচারিক আদালতের কোনো আইনি বাধা নেই।

ডিএজি সুজিত চট্টোপাধ্যায় বলেন, বিচারিক আদালত এ মামলায় মিতুর বাবার সাক্ষ্য নিতে পারে।

বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম শহরের জিইসি ক্রসিংয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়েত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন। ২ জামিনদারসহ ৫ হাজার টাকার মুচলেকায় তারা জামিন পান।

একই মামলায় গত বছরের ১০ নভেম্বর বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ডে নেওয়া হয়।

Comments