নারায়ণগঞ্জ

সাবেক ছাত্রলীগ নেতার গুলিতে ২ যুবলীগ কর্মী আহত

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের জেরে আজ শুক্রবার সকালে গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানেল এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে।

গতকাল গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগকর্মী মাসুম বিল্লাহ (২৬) ও মো. জুবায়েরকে (২৪) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিদ্যুত ও তার অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দুজনের শরীরের নিচের অংশে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, 'দুই পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব পুরোনো। মাসুম বিল্লাহর বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। জাহিদ হাসান বিদ্যুতের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গতরাতের সংঘর্ষে উভয়পক্ষই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।'

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।'

স্থানীয়রা জানান, গোলাকান্দাইলের নাগেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদা তোলাকে কেন্দ্র বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানতে চাইলে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মাসুম বিল্লাহ ও জুবায়ের যুবলীগের সক্রিয় কর্মী। জাহিদ হাসান বিদ্যুত সাবেক ছাত্রলীগ সভাপতি।'

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পরিচয় প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'দুটি পক্ষই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তারা প্রায় সময়ই সংঘর্ষে জড়ায়, লোকজনের দোকানপাট লুট করে।'

জানতে চাইলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার বিস্তারিত জানি না। জাহিদ হাসান বিদ্যুত তার লোকজনকে নিয়ে দুই কর্মীকে গুলি করছে জেনেছি।'

Comments

The Daily Star  | English
explosions at Jammu airport today

Explosions at Jammu airport in Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

39m ago