সরকারি জমি বিক্রি: রসিক কাউন্সিলর শিপলু বরখাস্ত

রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর জাকারিয়া আলম | ছবি: সংগৃহীত

প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে দণ্ডিত রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশ করা প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

প্রসঙ্গত, প্রতারণার আশ্রয় নিয়ে সড়ক ও জনপথ বিভাগের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ১৭২/১৭) চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শিপলুকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সূত্র জানিয়েছে, শিপলু একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত বলা হয়েছে, রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর জাকারিয়া আলমকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ১২ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, তাকে তার স্বীয় পদ থেকে অপসারণের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ১৩ (৩) ধারা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ৯টায় নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার বাড়ি থেকে শিপলুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালত তার বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি মামলার শুনানি গ্রহণ করেন এবং ৩টি মামলায় জামিন দেন। অন্য একটি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই মামলায় পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago