শাহজালালে বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ জব্দ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ২৩ কেজি ৬৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
বিমানের কার্গো হোল্ড থেকে ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল। ছবি: সংগৃহীত

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ২৩ কেজি ৬৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

ওমানের রাজধানী মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা এই উড়োজাহাজের মালামাল রাখার জায়গা কার্গো হোল্ডে স্বর্ণের বারগুলো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। ঢাকা কাস্টম হাউসের একটি দল সেখান থেকে ২০৪টি স্বর্ণের বার জব্দ করেন।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দিন এই ঘটনা নিয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, জব্দ করা স্বর্ণের দাম প্রায় ২৫ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, স্বর্ণের বারগুলো উড়োজাহাজের ওয়াশরুমের ভেতরের কোনো স্ক্রু খুলে কার্গোহোল্ডে ফেলা হয়েছে। অথবা বিমানেরই কোনো কর্মচারী কার্গো হোল্ডের কেবিনেটে এগুলো লুকিয়ে রেখেছিল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Comments