শাহজালাল ও তেজগাঁও রানওয়ের অ্যাপ্রোচে অবৈধ ৫২৫ বহুতল ভবন: বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

গত ১০ বছরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচে অন্তত ৫২৫টি বহুতল ভবন অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, অননুমোদিত ভবন ভাঙার এখতিয়ার বা ক্ষমতা বেবিচকের নেই।

মোস্তফা মাহমুদ বলেন, 'বেবিচক গত ১০ বছর ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বারবার এ বিষয়ে চিঠি দিয়েছে। অননুমোদিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব।'

সম্প্রতি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অননুমোদিত বহুতল ভবনের বিষয়টি আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে অবশ্য বেবিচক কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, মাইলস্টোন ক্যাম্পাসের আশেপাশে কোনো অননুমোদিত বহুতল ভবন নেই।

বেবিচক সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই-আলম ব্যাখ্যা করে বলেন, 'ওই এলাকায় ভবনের জন্য অনুমোদিত উচ্চতা ১৫০ ফুট এবং মাইলস্টোন ক্যাম্পাসের আশেপাশে সবচেয়ে উঁচু ভবনটির উচ্চতা ১৩৫ ফুট।'

ঢাকার আকাশে যুদ্ধবিমান প্রশিক্ষণ প্রসঙ্গে বেবিচক প্রধান বলেন, 'যুদ্ধবিমানগুলো শুধু উড্ডয়ন ও অবতরণের জন্য শাহজালালের রানওয়ে ব্যবহার করে। কিন্তু প্রশিক্ষণ এলাকা ও প্রশিক্ষণ পথ ভিন্ন, ঢাকার আকাশে নয়।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago