টিকটক ভিডিও নিয়ে ছুরিকাঘাত, আহত তরুণের মৃত্যু

শরিফ

নরসিংদীর মনোহরদীতে টিকটক ভিডিওকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত তরুণ ৩ দিন পর হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

গত সোমবার মনোহরদীর চন্দনপুর গ্রামে শরিফকে (২১) মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা শরীফকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থায় অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর আজ তিনি মারা যান।

পুলিশ সূত্রগুলো জানায়, অভিযুক্ত শাকিল পলাতক রয়েছেন।

নিহত শরিফের বাবা মহিউদ্দিন বলেন, শাকিল ও তার সহযোগীরা আমার ছেলেকে কুপিয়েছে। তাদের ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, 'হাসপাতালে শরীফের মৃত্যুর কথা শুনেছি। আমরা প্রাথমিক তদন্ত শেষে অভিযোগকে মামলা হিসেবে এজহারভুক্ত করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'মূলত এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আসামিরা গ্রেপ্তার হলে বিস্তারিত জানানো যাবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

38m ago