যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক

ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে টিকটকের মার্কিন সদরদপ্তর। ফাইল ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে টিকটকের মার্কিন সদরদপ্তর। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে টিকটক অ্যাপের কার্যক্রম। নিষেধাজ্ঞা চালুর দুই ঘণ্টার চেয়ে কম সময় আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়।

অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউজাররা। তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে, 'দু:খিত। এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না।  

আগেই জানানো হয়েছিল, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

শুক্রবার টিকটকের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

এছাড়া ইসরায়েলি গণহত্যা নিয়ে কনটেন্ট সেন্সর না করায় টিকটককে 'ইহুদী-বিদ্বেষী' হিসেবে আখ্যা দিয়েছেন অনেক মার্কিন রাজনীতিবিদ।

 

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

9h ago