চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় অভিযুক্ত আশিষ চৌধুরীর মাদক মামলায় বিচার শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ রোববার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ এর বিচারক কুদরত ই এলাহী আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেন।
এ মামলায় গত বছরের ৫ এপ্রিল ঢাকার গুলশানের বাসা থেকে আশিষকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ৫ জুলাই এ মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. শামীম হোসেন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।
আটকের পর র্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।
Comments