বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'হত্যার হুমকি' দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আজ বিকেল সাড়ে ৩টায় পুলিশ চাঁদকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।'
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান জানান, আজ সকাল সোয়া ১১টার দিকে ভেড়িপাড়া এলাকার একটি চেকপোস্ট থেকে চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, চাঁদ আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।
খবর পেয়ে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ দল ভেড়িপাড়ায় চেকপোস্ট থেকে প্রাইভেটকারে করে পালিয়ে যাওয়ার সময় চাঁদকে আটক করে।
আওয়ামী লীগের বানেশ্বর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গত সোমবার পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে চাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার পুঠিয়া উপজেলার শিবপিরহাট স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ।
মামলায় বাদী বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেওয়ার সময় সভার সভাপতি বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।
এরপর নেত্রকোণা জেলার একটি আদালতে একই ধরনের আরেকটি মামলা দায়ের করা হয় চাঁদের বিরুদ্ধে।
একইসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই অভিযোগে গতকাল দুপুরে রাজবাড়ীতে চাঁদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
Comments