প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

আজ সকাল সোয়া ১১টায় শহরের একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু সাঈদ চাঁদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান।

তিনি জানান, আজ সকাল সোয়া ১১টায় শহরের একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।

মামলায় বাদী বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেওয়ার সময় সভার সভাপতি বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

এরপর নেত্রকোণা জেলার একটি আদালতে একই ধরনের আরেকটি মামলা দায়ের করা হয় চাঁদের বিরুদ্ধে।

একইসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই অভিযোগে গতকাল দুপুরে রাজবাড়ীতে চাঁদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Price capping a windfall for syndicates?

Every time the government tried to fix the price of a good or service, it unwittingly ended up offering a financial bonanza to the market syndicates. From potato to rawhide, from LPG to onions, from fertiliser to sugar, from saline to edible oil, there is rarely any success to speak of.

9h ago