কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মোহাম্মদ রিদোওয়ান (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মোহাম্মদ রিদোওয়ান (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ ভোর ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৫ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ড হয়।'

রিদোওয়ান ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, '১৫ নম্বর ক্যাম্পে একটি এনজিও অফিসের পানির ট্যাংকের পাশের রাস্তায় দুর্বৃত্তরা ওই যুবকের বুকে ও পেটে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।'

'প্রাথমিকভাবে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে,' বলেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ৩১টি হত্যা মামলা ও ১২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে। খুন হয়েছেন ৩৫ জন।

Comments