উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক ইমাম হোসেন (৩০) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে এই হত্যাকাণ্ড হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইমাম হোসেন ১ নম্বর (পূর্ব) ক্যাম্পের জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

শামীম বলেন, 'একদল সশস্ত্র দুর্বৃত্ত ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ইমাম হোসেন গুরুতর আহত হন। ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও উখিয়া থানা পুলিশ ক্যাম্পের ভেতরে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

'কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,' জানান শামীম।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

1h ago