জামালপুরে যুবকের ছুরিকাঘাতে আহত দোকান কর্মচারীর মৃত্যু

জামালপুরের সদর উপজেলায় ছুরিকাঘাতে আহত শাওন (১৯) নামে এক দোকান কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাওন উপজেলার নান্দিনা ময়নামতি মার্কেটে একটি তৈরি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি নান্দিনা গ্রামে। শাওনের বাবার নাম গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শাওন ও তার আরেক বন্ধু নান্দিনা নেকজাহান রোডে স্থানীয় একটি স্কুলের সামনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। সে সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মুক্তার হোসেনের ছেলে শহিদুল ইসলাম শহিদ (২৬) ধারালো ছুরি দিয়ে শাওনের বুকে আঘাত করে পালিয়ে যান।
তারা আরও জনান, শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ কদর দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিছু দিন আগে শাওন ও শহিদের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমরা বসে মীমাংসা করে দিয়েছিলাম। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।'
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো মামলা হয়নি।'
Comments