ভারতে পাচারকালে চৌগাছা সীমান্তে ২৬ স্বর্ণের বার জব্দ

স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার সকালে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করে। তবে, কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যশোরের চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৬ টি স্বর্ণের বার জব্দ করে। অভিযানের সময় সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে থাকা একজনকে থামতে বলে বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারী একটি কাপড়ের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট থেকে ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, স্বর্ণের চালানটি চৌগাছা থানায় পরিত্যক্ত দেখিয়ে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

18h ago