মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারী আটক

ভারতে প্রবেশের পর ৪ পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের মিনারা বেগম (২০), ফরমিনা বেগম (২০) ও হামিমা বেগম (২০)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে ৩ নারী ও ৪ পুরুষ রোহিঙ্গা পালিয়ে যায়। পরে আজ শুক্রবার সকালে ভারতের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে বিজিবি ক্যাম্প সদস্যরা ৩ নারীকে আটক করে।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বাংলাদেশ পেরিয়ে ভারতে প্রবেশের পর ৪ পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

3h ago