নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে শিশু চুরি

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একদিন বয়সী এক কন্যাশিশু চুরি হয়েছে। 
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি শিশু কোলে নার্সের পোশাক পরা এক নারী। ছবি: সংগৃহীত

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একদিন বয়সী এক কন্যাশিশু চুরি হয়েছে। 

শিশুটির বাবা নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও মা হাসনাহেনা।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে নার্সের পোশাক পরে কেউ তাদের সন্তানকে চুরি করেছে বলে পুলিশ সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে।

শিশুর বাবা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল সকাল ৯টার দিকে তিনি স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করান। সকাল ১১টার দিকে হাসনাহেনা একটি কন্যা সন্তান জন্ম দেন।

আজ সকালে শিশুটি দাদি খাইরুন নাহারের কোলে ছিল। সকাল ১১টার দিকে নার্সের পোশাক পরা এক নারী এসে তার কাছ থেকে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। 

পরে ওই নারী ফিরে না আসায় শিশু চুরির বিষয়টি জানাজানি হয়।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে পাওয়া সন্দেহভাজন ওই নারীকে দ্রুত খুঁজে বের করে বাচ্চাকে উদ্ধার করা হবে।'

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার নামাজের সময় হাসপাতাল অনেকটা ফাঁকা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে চোর বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। পুলিশকে ফুটেজ দেওয়া হয়েছে।'

Comments