নাটোরে প্রকাশ্যে আ. লীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

শিশু চুরি
স্টার অনলাইন গ্রাফিক্স

নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পরিবারের লোকজনের সামনে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার বিশ্বনাথ মন্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সমর্থক।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে আসেন। এসময় বিএনপি নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন। অভিযোগ আছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ বেশ কয়েকজন উজ্জ্বল কুমারের ওপর এই হামলা চালায়। এরপর বিএনপি নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে লেখেন, উজ্জল কুমার মণ্ডল শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ায়, বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীকেসহ বেধরক পিটিয়েছে বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসী। মুমুর্ষ অবস্থায় তাকে অন্যায়ভাবে কোন মামলা না থাকার পরেও পুলিশের হাতে তুলে দেয় তারা। উজ্জ্বলের পরিবারকে তারা (বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।'

এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, মারধরের ভিডিওটি তার নজরে এসেছে। তিনি অভিযুক্তদের ডেকে শাসিয়ে দিয়েছেন যাতে ভবিষ্যতে তারা এমন কাজ না করে।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লোকজন উজ্জ্বল কুমারকে আটক করে রেখেছিল, আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার পর আদালতে পাঠাই।

উজ্জ্বল কুমারের বিরুদ্ধে অভিযোগ কী জানতে চাইলে ওসি বলেন, আমরা তদন্ত করে দেখব।

যারা মারধর করেছেন তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

4h ago