শাহজালালে ময়লার স্তূপে ৭ কেজি স্বর্ণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে লুকিয়ে রাখা ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। এই ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দরের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।
শাহজালালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা জব্দ। ছবি: স্বর্ণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে লুকিয়ে রাখা ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। এই ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দরের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা বিভাগের উপ পরিচালক সানজিদা শারমিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে কাতার থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর তারা তল্লাশি অভিযান শুরু করেন। এসময় ওই এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারী ও জামাল ভুইয়া নামের একজন পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জামাল ভুইয়া স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। তিনি ৯ নম্বর বোর্ডিং ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি ধাতব বস্তু বের করে দেন। স্কচটেপ খুলে ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।

পরিচ্ছন্নতাকর্মী জামাল ভুইয়ার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তার বিরুদ্ধে ফৌজদারি এবং বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments