লালমনিরহাট

কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায় এক কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায় এক কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আনসারুল ইসলাম গাটু (৪২) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৭ জুন বিকেলে এয়ারপোর্ট এলাকায় ওই কলেজশিক্ষার্থীকে ২ সহযোগীসহ ধর্ষণ করেন গাটু। ওই রাতে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

পরদিন মেয়েটির বোন লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন।

ওসি এরশাদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার আনসারুল ইসলাম গাটু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন। অপর ২ ধর্ষকের নাম ও পরিচয় দিয়েছেন।'

পুলিশ অপর ২ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি। 

Comments