চট্টগ্রামে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-সহকারী গ্রেপ্তার

সোমবার রাতে তাদের পুলিশ আটক করলে মঙ্গলবার এই বিষয়ে মামলা দায়ের হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই পরিবহন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বাসের সহকারী সাইদুল ইসলাম মিজান (১৯) এবং চালক আজাদ খান রানা (২২)।

মামলার বিবরণ অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে ভুক্তভোগী নারী পটিয়ার মানসা-বদামতল থেকে বাকলিয়ার গোল চত্বরগামী বাসে ওঠেন। বাসে তিনি একাই যাত্রী ছিলেন। বাসটি টোল প্লাজার কাছে পৌঁছালে বাসের সহকারী মিজান ও চালক রানা তাকে ধর্ষণ করেন। রাত প্রায় ১১টা ৫০ মিনিটে তাকে পটিয়ার শান্তির হাট বাজারে নামিয়ে দেওয়া হয়। পরে ওই নারী তার স্বামীকে ঘটনাটি জানালে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এর কিছুদিন পর গত মঙ্গলবার ভুক্তভোগী বাকলিয়া এলাকায় অভিযুক্তদের দেখতে পান এবং তার স্বামীকে জানান। অভিযুক্তদের গোল চত্বর এলাকায় দেখে স্থানীয়দের সহায়তায় তার স্বামী দুজনকে ধরে ফেলেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। সোমবার রাতে তাদের পুলিশ আটক করলে মঙ্গলবার এই বিষয়ে মামলা দায়ের হয়।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। অভিযুক্তদের বুধবার আদালতে হাজির করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago